গত মে মাসে কলকাতার(Polio virus found in Kolkata) মেটিয়াবুরুজে ড্রেনের জলে মিলেছিল পোলিও ভাইরাস। আর এবার খোদ লন্ডনেও মিলল পোলিও টাইপ-২ ভাইরাস
উল্লেখ্য, ভারত(India) এবং ব্রিটেন(Britain) দুটিই ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে পোলিওমুক্ত দেশের তকমা পেয়েছে। কিন্তু তারপরেও এইধরনের ঘটনায় উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)।
পোলিও একটি ভাইরাসঘটিত (Polio Virus) সংক্রমক রোগ। মূলত শিশুদেরকেই আক্রমণ করে পোলিও ভাইরাস। জল এবং খাবারের মাধ্যমে ছড়িয়ে যায় এই ভাইরাস। পোলিওর সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, বমি ক্লান্তি, পিঠ বা পা শক্ত হয়ে যাওয়া, পেশীর দুর্বলতা। পরিস্থিতি খুব খারাপ হলে, প্রদাহ এবং পায়ে পক্ষাঘাত শুরু হয়। পোলিও থেকে বাঁচতে তাই শিশুদের ওপিভি বা ওরাল পোলিও ভ্যাকসিন(Oral Polio Virus) খাওয়ানো হয়। জন্মের সময় প্রথম মাত্রা, জন্মের ৬,১০ ও ১৪ সপ্তাহের মাথায় প্রাথমিক মাত্রা ও শিশুর ১৬ -২৪ মাস বয়সে একটি বুস্টার ডোজ দেওয়া হয়।
বিশ্ব স্বাস্থ্য় সংস্থা জানিয়েছে, কলকাতা ও লন্ডনে জমা জলে যে ভাইরাস (Polio Virus) পাওয়া গেছে সেটি পোলিও টাইপ-২ ভাইরাস। এর নাম টাইপ-২ ভ্যাকসিন-ডিরাইভস পোলিও ভাইরাস (VDPV2)। এই ভাইরাসের সংক্রমণ ফের ছড়াতে শুরু করেছে কিনা সে নিয়ে খোঁজ শুরু হয়েছে।
অন্যদিকে, গত মাসে কলকাতার মেটিয়াবুরুজে নর্দমার জলে পোলিও ভাইরাস মেলার পর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন(Lockdown) ঘোষণার পর টানা দুই থেকে আড়াই মাস ধরে ভারতে টিকাকরণ কর্মসূচি অনেকাংশে বন্ধ ছিল। তাই ফের পোলিও ভাইরাস মাথা চাড়া দিয়েছে।