জীবনে স্থিতি আসছিল না, শান্তি পাচ্ছিলেন না ঠিক । সেই শান্তির খোঁজেই একবার, দু'বার নয়, ৫৩ বার বিয়ে করেছেন সৌদি আরবের (Saudi Arab) এক ব্যক্তি । এখন তিনি শতাব্দীর 'বহুবিবাহের রাজা'। তাঁর এই কীর্তি শুনে হতবাক নেটিজেনরা । যদিও, আর বিয়ে করবেন না বলে জানিয়েছেন তিনি (Saudi Man gets married for 53 times) ।
ওই ব্যক্তির নাম আবু আবদুল্লাহ্ । বয়স ৬৩ বছর । তিনি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২০ বছর বয়সে প্রথম বিয়ে করেন । তখন তিনি ভেবেছিলেন, প্রথম স্ত্রীর সঙ্গেই কাটিয়ে দেবেন গোটা জীবন । কিন্তু ,সেরকম আর হল কই । বছর তিনেক পর তাঁর সঙ্গে ঝামেলা শুরু হয় । তারপর দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি । কিন্তু, তাতেও শান্তি মেলেনি । প্রথম ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হওয়ায় আবার বিয়ে করেন তিনি । এভাবেই শুরু । এখন মোট ৫৩টা বিয়ে তাঁর ।
শুধু সৌদি আরবের নয়, দেশের বাইরে গিয়েও বিয়ে করেছেন তিনি । আবদুল্লাহ্ বলেন, তিন-চার মাস বিদেশে গিয়ে যাতে ব্যভিচারে জড়িয়ে না পড়েন, তা নিশ্চিত করতেই বিয়ে করে নিতেন তিনি । এমনকী, সেজন্য তাঁকে এক রাতের জন্যও বিয়ে করতে হয়েছিল । তাঁর দাবি, কখনও নিজের চাহিদার জন্য বিয়ে করেননি তিনি । মানুষ জীবনে শান্তি ও স্থিতি চায়, সেই শান্তি খুঁজে পেতেই বার বার বিয়ে করার দরকার হয়েছে তাঁর।