প্রয়াত হলেন ভ্যাটিকানের ইতিহাসের সবথেকে 'বিতর্কিত' পোপ ষোড়শ এমেরিটাস বেনেডিক্ট। দীর্ঘ সময় ধরে শারীরিক অবস্থার অবনতি হয়েছিল পোপের। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য বিশ্বের সমস্ত ক্যাথলিক চার্চে প্রার্থনা শুরু হয়। ভ্যাটিকানেই বেনেডিক্টেকর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। পোপ ফ্রান্সিসের উপস্থিতিতেই শেষকৃত্য হবে। উল্লেখ্য, ভ্যাটিক্যানের ৬০০ বছরের ইতিহাসে প্রথম পোপ ষোড়শ এমেরিটাস বেনেডিক্টই, যাঁকে বিতর্কের কারণে পদত্যাগ করতে হয়েছিল। ২০১৩ সালে তাঁর কেন্দ্র করে একাধিক বিতর্ক দানা বেঁধেছিল। তার মধ্যে শিশু যৌন হেনস্তার অভিযোগও ছিল।
১৯২৭ সালে ১৬ এপ্রিল জার্মানির বাভারিয়া প্রদেশের এখ গ্রামে জন্মেছিলেন তিনি। দ্বিতীয় জন পলের পর পোপ হয়েছিলেন তিনি। আধুনিক সময়ে জার্মান পোপ ছিলেন তিনিই প্রথম। ধর্মতত্ত্ববিদ হিসাবে খ্যাতি ছিলেন বেনেডিক্টের।
ভ্যাটিকানের তরফে পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুর খবর ঘোষণা করা হয়েছে। ভ্যাটিকানে নিজের বাসভবনে প্রয়াত হয়েছেন পোপ। ভ্যাটিকানের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে শনিবার সকাল ৯টা ৩৪মিনিটে প্রয়াত হয়েছেন প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্ট। শেষ বয়সে ভ্যাটিকানের Mater Ecclesiae Monastery-তেই জীবন কাটাচ্ছিলেন পোপ ষোড়শ বেনেডিক্ট।