প্রবল তুষারঝড়ের কবলে টেক্সাস (US Winter Storm)। এই ‘উইন্টার সাইক্লোন’-এর দাপটে বিপর্যস্ত টেক্সাসের জনজীবন(Winter Storm in Texas)। টেক্সাসের বিস্তীর্ণ এলাকা জল-বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলেই খবর। প্রবল ঠান্ডার জেরে বিদ্যুৎ না থাকায় ভয়াবহ অবস্থা টেক্সাসবাসীর। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, টেক্সাস-আরকানসাস-ওকলাহামায় প্রবল ঠান্ডায়(US Winter Storm) মৃত কমপক্ষে ১০।
টেক্সাসের(Texas Winter Storm) বিভিন্ন এলাকায় গির্জা বা বড় হল-দোকানে সাধারণ মানুষদের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কম্বল-হিটার-পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। এর মধ্যেই ফের করোনা সংক্রমণ(Covid Infection) বৃদ্ধির আশঙ্কাও দেখা দিয়েছে। টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট(Greg Abott) জানান, বৃহস্পতিবার রাতে টেক্সাসের ৩ লক্ষ ৬০ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে।
আরও পড়ুন- BBC Documentary: বিবিসি-র তথ্যচিত্র কেন নিষিদ্ধ, এবার কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের
তবে বিদ্যুৎ না থাকায় হিটার জ্বালানো যাচ্ছে না। ফলে ঠান্ডায় কষ্ট পাচ্ছেন টেক্সাসবাসী। অন্যদিকে, অতিরিক্ত ঠান্ডায় (US Winter Storm) জল সরবরাহের পাইপলাইনে বরফ জমে ফাটল ধরেছে। এমতাবস্থায় টেক্সাসের বাসিন্দাদের ফোটানো জল খাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।