ভয়ঙ্কর ভূমিকম্পে (Earth Quake) কেঁপে উঠল জাপান (Japan)। কম্পনমাত্রা ছিল ৭.৩ ম্যাগনিটিউড। সোশাল মিডিয়ায় সামনে এল ভূমিকম্পের একাধিক ভিডিও। জাপানের উত্তর পূর্ব সমুদ্র উপকূলে সুনামির (Tsunami) সতর্কতাও জারি করা হয়েছে।
সোশাল মিডিয়ায় (Social Media) অনেকগুলো ভয়াবহ দৃশ্যের ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে, ভূমিকম্পের জেরে দুলছে মেট্রোরেল। আরও একটি ভিডিওতে দেখা গেছে, একটি বাড়ির আসবাবগুলো দুলছে। তাক থেকে বই পড়ে যাচ্ছে। সিসি ক্যামেরা (CC Camera) থেকে আরও কিছু ভিডিও সামনে এসেছে। ভূমিকম্পে দুলছে বিল্ডিং। অনেকক্ষণ ধরে কাঁপছে রেকর্ডিং ক্যাম। ভূমিকম্পের মাঝেই দূরে আকাশে একটা বিরাট আলোর ঝলক দেখা গিয়েছে। একাধিক ভিডিওতে লাইট পোস্ট রাস্তায় উলটে পড়তেও দেখা গিয়েছে।
আরও পড়ুন: অলিম্পিয়ানের আশ্রয়ে ইউক্রেনের ঘরছাড়া শিশুরা, খেলার ছলে শিখছে যুদ্ধ
জানা গিয়েছে এই ভূমিকম্পের ফলে প্রায় ২০ লক্ষ বাড়িতে বিদ্যুৎ সংযোগ নষ্ট হয়ে গেছে। রাজধানী টোকিওতে এই সংখ্যাটা ৭ লক্ষ। ভূমিকম্পের এপিক সেন্টার ফুকুশিমা উপকূলের ৬০ কিলোমিটার এলাকা।
ফুকুশিমায় পারমাণবিক কেন্দ্র আছে। সেটা আরও একটি আশঙ্কার কারণ। ২০১১ সালে এখানে আরও একটি ভূমিকম্প হয়। যার কম্পনমাত্রা ছিল ৯.০ ম্যাগনিটিউড। সেই ভূমিকম্পের ফলে পারমাণবিক কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়। বুধবার ভূমিকম্পে এখনও পর্যন্ত পারমাণবিক কেন্দ্রে কোনও ক্ষতি হয়নি বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।