রাজার ছেলে রাজাই! শধু ক্ষমতার দিক থেকে নয়, হাবেভাবেও! এমনটা হওয়াই সাধারণত রীতি। ব্রিটিশ রাজপরিবারের ক্ষেত্রে অন্তত সেই রীতি বা নীতির খুব একটা অন্যথা হয় না। রাজা চার্লসের নাতি ৯ বছর বয়সী যুবরাজ জর্জের স্কুলের একটি ঘটনা সামনে এসেছে সম্প্রতি। যেখানে তার সঙ্গে এক সহপাঠীর বচসা হয়। সেই ঘটনার বিবরণ দিতে গিয়ে রাজ পরিবারের লেখিকা কেটি নিকোল তাঁর বই 'দ্য নিউ রয়্যালস'-এ লেখেন, "আমার বাবা একদিন রাজা হবে, দেখে নিস তুই"! বলে জর্জ তার সহপাঠীর সঙ্গে বচসার সময়ে গর্জে উঠেছে।
ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি আরও লেখেন যে, "তাঁদের সন্তানকে মানুষ করে তোলার ক্ষেত্রে খুবই সচেতন প্রিন্স উইলিয়ান ও তাঁর স্ত্রী কেট মিডলটন। জর্জকে সবসময়ই মনে করিয়ে দেওয়া হয় যে সে কোন পরিবারের উত্তরাধিকার। কিন্তু, তার সঙ্গে এই কথাটিও মাথায় রাখা হয় যাতে অত বিপুল উত্তরাধিকারীর ভার তার ছোট মাথায় কখনও চেপে না বসে"।
"সেই কতাটা জর্জ জানে। ওইটুকু বয়স হলেও, নিজের দৈনন্দিন অভ্যাসেও সে এই বিষয়টি মাথায় রাখে সবসময়। সে এটাও জানে যে তার বাবা একদিন রাজা হবে। ঠিক যেমন জানে যে, সে নিজেও রাজা হবে একদিন। সেই কারণেই অমন বহিঃপ্রকাশ", লেখেন কেটি।