১৯৮৪ সালের ৩১ অক্টোবর। নিজের দেহরক্ষীদের বুলেটে ঝাঁজরা হয়ে গিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ২০২৩ সালের জুনে সেই দৃশ্যই ফুটিয়ে তোলা হল কানাডার রাস্তায়। এই ঘটনার সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস।
কানাডার ব্রাম্পটন শহরের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, একটি ট্যাবলো যাচ্ছে রাস্তা দিয়ে। ট্যাবলোয় দাঁড়িয়ে পাগড়ি পরা দু'জন দেহরক্ষী। আর রয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তি। যে মূর্তির পরনের সাদা শাড়ি ভেসে যাচ্ছে 'রক্তে'। অসহায় ভাবে দু'হাত মাথায় তুলে দাঁড়িয়ে রয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তিটি। পিছনে একটি পোস্টারে বড় বড় অক্ষরে লাল রঙে লেখা 'প্রতিশোধ'।
আরও পড়ুন- গুলি এবার ভার্জিনিয়ায়, স্কুলে সমাবর্তনে হামলা বন্দুকবাজদের, নিহত দুই
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। কংগ্রেস এই ঘটনার পিছনে কানাডায় থাকা খালিস্তানিদের হাত রয়েছে বলে অভিযোগ করেছে। এমনকি কংগ্রেস কানাডাকে কড়া বার্তা পাঠানোর দাবি জানিয়েছে দিল্লির কাছে।