নেপালের (Nepal) গণতন্ত্রে নয়া মোড়। বিরোধী সিপিএন-ইউএমএল-সহ ছোট দলগুলির সমর্থন পেয়ে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন প্রাক্তন মাওবাদী নেতা পুষ্পকমল দাহাল ওরফে প্রচণ্ড (pushpa kamal dahal prachanda)।
নেপালের প্রধান বিরোধী দলের সঙ্গে জোট করে তিনি সরকার-প্রধান হচ্ছেন। যদিও তিনি একা নন। প্রথম দফায় তিনি প্রধানমন্ত্রী হলেও পরের দফায় প্রধানমন্ত্রী হবেন প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সোমবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রচণ্ড।
আরও পড়ুন- 'দারুণ লাগছে', ১৯ বছরের জেলজীবন কাটিয়ে ফ্রান্স পাড়ি দিলেন 'বিকিনি কিলার' চার্লস শোভরাজ
গত মাসে নেপালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু কোনও দলই সংখ্যাগরিষ্ঠতাপায়নি। ফলে জোট সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। গত সপ্তাহেই নেপালের প্রেসিডেন্ট রাজনৈতিক দলগুলির কাছে সরকার গঠনে রবিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তার আগেই মনোনয়ন জমা দেন প্রচন্ড।
১৯৫৪ সালে জন্ম প্রচণ্ডের। প্রায় ১৩ বছর তিনি লুকিয়ে ছিলেন। পরে মূলধারার রাজনীতিতে প্রবেশ করেন তিনি। এর আগে দু’বার তিনি নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।