রাশিয়ার জেলে রহস্যমৃত্যু হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিদ্বন্দ্বী ও সমালোচক অ্যালেক্সি নাভালনির। গত বছরের অগাস্টেই জালিয়াতি মামলায় ১৯ বছরের জেলে বন্দি থাকার সাজা দিয়েছিল রাশিয়ার এক আদালত। শুক্রবার সেই জেলেই তাঁর মৃত্যু হয়।
নাভালনির স্ত্রী ইউলিয়ার অভিযোগ, এই মৃত্যুর দায় নিতে হবে পুতিনকে। তিনি বলেন, "পুতিন, পুতিনের সঙ্গে থাকা সবাই ও সরকারকে এই ঘটনার দায়ভার নিতে হবে। এই দিন খুব তাড়াতাড়ি আসছে।"
আরও পড়ুন: নাক খুঁটলেন, তারপর মুছলেন পিৎজার জন্য মাখা ময়দাতেই, নামী সংস্থার ভিডিও ভাইরাল