কাতারে এই মুহূর্তে চলছে গোটা বিশ্বের মহোৎসব। চলছে বিশ্বকাপ ফুটবল ২০২২। মাত্র ৩০ লক্ষ জনসংখ্যার কাতারে কেবলমাত্র খেলা দেখতেই গোটা বিশ্বের প্রায় ১৫ লাখ মানুষ গিয়েছেন, স্বভাবতই কাতারের ভাঁড়ারে পড়েছে টান। এত মানুষের রসনা তৃপ্তি করতে বাড়াতে হবে খাদ্যের যোগান। আর কম দামে পুষ্টি এবং সন্তুষ্টি উভয়ই মেলে একমাত্র ডিমে। তাই ভারত থেকে ডিম আমদানি করছে কাতার।
বিশ্বকাপের আবহে ভারতের তামিলনাড়ুর নামাক্কল থেকে প্রায় ৩ কোটি ডিম আমদানি করেছে মধ্যে প্রাচ্যের দেশ কাতার, এর আগে ওই দেশে গিয়েছিল দেড় কোটি ডিম। ইউক্রেন এবং তুরস্ক ডিম উৎপাদনে শীর্ষে রয়েছে। কিন্তু রাশিয়ার সঙ্গে যুদ্ধের জেরে ডিম রপ্তানি হ্রাস পেয়েছে ইউক্রেনে, সেই ঘাটতি মেটাতেই ভারতের মুখাপেক্ষী কাতার।
আরও পড়ুন: বৃহস্পতিবার বিশ্বকাপে নামছেন রোনান্ডো, পর্তুগালের প্রতিপক্ষ ঘানা
এদিকে ভারতের ডিম কেনায় কাতারের উৎসাহ থাকার আরও একটি কারন হল তুরস্ক প্রতি কার্টুন ডিমের দাম যেখানে নেয় ৩৪ ডলার সেখানে ভারত নেয় ৩১ ডলার। এছাড়াও ভারতের ডিম হাইপ্রোটিন। এদিকে এত পরিমাণ ডিম বিদেশে রপ্তানির জেরে ঘাটতি দেখা দিতে পারে দেশীয় বাজারে, যার জেরে বাড়তে পারে ডিমের দাম।