সাময়িক সময়ের জন্য যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। চারদিনের এই যুদ্ধবিরতি চলবে বলে জানা গিয়েছে। বুধবারই প্রস্তাবের অনুমোদন দিয়েছে ইজরায়েলের মন্ত্রিসভা। কাতারের মধ্যস্থতায় ওই চুক্তি সম্পন্ন হয়েছে।
এই সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছে ইজরায়েল এবং হামাস। তাতে জানানো হয়েছে, যে চারদিন যুদ্ধবিরতি চলবে সেসময় ইজরায়েলি সামরিক যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হবে। তারসঙ্গে খাদ্য, জ্বালানি ও চিকিৎসার সামগ্রী নিয়ে গাজা উপত্যকায় প্রবেশের জন্য যে সব ট্রাক অপেক্ষা করছে তাদের প্রবেশের অনুমতি দেবে ইজরায়েল।
টানা দেড় মাস ধরে হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এখনও পর্যন্ত গাজা উপত্যকায় মৃতের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে বসে জানা গিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতির দিন ঘোষণা করা হবে।
আপাতত চারদিনের জন্য যুদ্ধবিরতির ঘোষণা করা হলেও পরে ওই সময় আরও বাড়ানো হতে পারে।