কোভিড ছাড়ল না রানিকেও (Queen Elizabeth II tested for Covid)! ব্রিটেন (Britain) থেকে করোনা (Covid) যে সময় ‘যাব, যাব’ করছে, তখনই রানি দ্বিতীয় এলিজাবেথ আক্রান্ত হলেন এই ভাইরাসে। রবিবার বাকিংহাম প্যালেসের (Buckingham Palace) তরফ থেকে এই ঘোষণা করা হয়। রাজ পরিবারের পক্ষ থেকে প্রকাশ করা বিজ্ঞপ্তিটিতে জানানো হয়, ‘করোনার মৃদু উপসর্গ (mild symptoms) রয়েছে রানির শরীরে। সমস্ত বিধি মেনে চিকিৎসা হচ্ছে তাঁর’।
সম্প্রতি, দ্বিতীয়বারের জন্য কোভিডে আক্রান্ত হয়েছিলেন ব্রিটেনের যুবরাজ চার্লস (Prince Charles)। রিপোর্টে জানা গিয়েছে, দ্বিতীয়বার কোভিড ধরা পড়ার কয়েকদিন আগেই মায়ের সঙ্গে দেখা করেছিলেন যুবরাজ।
আরও পড়ুন: আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভাষা আন্দোলনে শহিদদের শ্রদ্ধা জানানোর দিন
২০২১ সালের অক্টোবর মাসে এক রাতের জন্য হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর থেকেই রানির (Queen Elizabeth II tested for Covid) শরীর নিয়ে সব মহলেই জল্পনা তুঙ্গে ওঠে। যদিও, ওই সময় তাঁর হাসপাতালে যাওয়ার কারণ সম্বন্ধে প্রকাশ্যে কিছুই জানানো হয়নি।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II) স্বয়ং ঘোষণা করেছিলেন, সিংহাসনে চার্লস বসার পর ‘ব্রিটেনের রানি’ হবেন চার্লসের স্ত্রী ক্যামিলিয়া।