প্রত্যাশা ছিলই। তার পাশাপাশি ছিল জনমানসে ক্ষোভও। শেষমেশ সব জল্পনাকে উড়িয়ে দিয়ে ১৩৪ ভোটে জিতে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হলেন শ্রীলঙ্কার ইউনাউটেড ন্যাশনাল পার্টির সদস্য ৭৩ বছরের রনিল বিক্রমসিঙ্ঘে। রনিলের প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলহাপেরুমার সমর্থনে ৮২টি ভোট পড়ে। আনুরা কুমার দিসনায়ক মাত্র তিনটি ভোট পান। মোট ২২৫ জন সাংসদের ভোট দেওয়ার কথা ছিল। ২ জন অনুপস্থিত থাকায় ভোট দেন মোট ২২৩ জন। ৪'টি ভোট বাতিল হওয়ায় ২১৯'টি ন্যায্য ভোটই গণনা করা হয়।
নতুন নিয়ম জারি করে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, আম নাগরিকদের সমর্থনে নয়, দেশের পার্লামেন্টের সদস্যদের ভোটেই ২০ জুলাই নির্বাচিত হবেন পরবর্তী প্রেসিডেন্ট। সেই নিয়ম মেনেই জয়ী হলেন রনিল।
গোতাবায়া রাজপক্ষের উত্তরসূরী খুঁজতে বুধবার সকালেই শুরু হয় প্রেসিডেন্ট নির্বাচন পর্ব। অল্প কয়েকঘণ্টার মধ্যেই বাকি সব প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে জয় পেলেন রনিল বিক্রমসিংহে। তবে ওয়াকিবহালমহলের মতে, অশান্ত শ্রীলঙ্কার হাল ফেরানোই এখন তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তিনি ২০১৮-’১৯ সালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন। তবে গত এপ্রিল মাস থেকে চরম অর্থনৈতিক সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কায় ক্রমশই ক্ষোভ বাড়ছিল রাজাপক্ষেদের বিরুদ্ধে। সাধারণ মানুষ এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামেন। নতুন সরকার গঠনের দাবিও জানান।