অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটে পুরোপুরি ধ্বস্ত শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন রনিল বিক্রমসিঙ্ঘে। শ্রীলঙ্কার ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা তথা দেশের পাঁচবারের প্রাক্তন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। বুধবারই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন রনিল। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে গত সোমবার পদত্যাগ করার পর তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন রনিল।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে রনিল বিক্রমাসিঙ্ঘেকে প্রধানমন্ত্রী পদের শপথবাক্য পাঠ করান ৷ ৭৩ বছর বয়সি বিক্রমাসিংহে এর আগে পাঁচবার এই দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী পদে বসেছেন, কিন্তু কোনওবারই তিনি মেয়াদ পূরণ করতে পারেননি ৷ ষষ্ঠবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও শ্রীলঙ্কার সংসদে মাত্র একজন প্রতিনিধি রয়েছে রনিল বিক্রমাসিঙ্ঘের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির ৷
যদিও, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করলেও দেশটির বর্তমানের ভয়াবহ অচলাবস্থা শীঘ্রই কাটছে না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
প্রসঙ্গত, গত এপ্রিল মাস থেকে চরম অর্থনৈতিক সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কা। তখন থেকেই রাজাপক্ষেদের বিরুদ্ধে সরব হয়ে রাজপথে নেমেছেন বহু মানুষ। এই রাজনৈতিক টানাপড়েনের মধ্যে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মাহিন্দা। তার পর থেকেই চরম নৈরাজ্য শুরু হয়েছে দেশ জুড়ে। জ্বালিয়ে দেওয়া হয় শাসকদলের নেতা-মন্ত্রীদের বাড়ি।