আপনি কি সামনেই কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন! কিন্তু কোথায় যাবেন, বুঝে উঠতে পারছেন না। ডেস্টিনেশন হিসেবে বেছে নিতে পারেন হংকংকে। পর্যটনশিল্পে জোয়ার আনতে যাত্রীদের বিনামূল্য বিমান টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হংকং (Hong Kong)।
করোনা অতিমারির পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিশ্বের পর্যটন শিল্প। তাই এবার দেশের পর্যটনকে ( China travel) করোনার আগের অবস্থায় ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার আগে বিপুলসংখ্যক পর্যটক হংকংয়ে ভ্রমণ করতেন। করোনার কারণে ভাটা এসেছে পর্যটন শিল্পে। তাই হংকং নিজেদের পর্যটন প্রচারের জন্য বিনামূল্যে টিকিট দেওয়ার পরিকল্পনা নিয়েছে।
আরও পড়ুন- একরত্তির টিকিট নেই, শিশুকে বিমানবন্দরেই ফেলে যাচ্ছিলেন দম্পতি! তারপর...
হংকং পর্যটন ক্যাম্পেইনের প্রধান জন লি জানিয়েছেন, সারা বিশ্বের পর্যটকদের স্বাগত জানাতে পাঁচ লক্ষ বিমানের টিকিট বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে খাতে ইতিমধ্যেই হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ বরাদ্দ করেছে কয়েক লক্ষ কোটি টাকা।