স্তব্ধ হল পাশ্চাত্যের বৈদেশিক নীতির বিরুদ্ধে ক্রমাগত রুখে দাঁড়ানো এক কণ্ঠ। প্রয়াত হলেন অস্ট্রেলিয়ান বর্ষীয়ান সাংবাদিক এবং প্রখ্যাত ডকুমেন্টারি পরিচালক জন পিলগার।
তাঁর প্রয়াণের সংবাদটি তাঁর পরিবারের তরফ থেকে জন পিলগারের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। লন্ডনে প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৮৪ বছর। গোটা বিশ্বজুড়েই তাঁর কাজ সমাদর পেয়ে এসেছে আক্ষরিক অর্থেই যুগের পর যুগ ধরে।
ভিয়েতনাম, বাংলাদেশ, কম্বোডিয়া- বিভিন্ন দেশের ঐতিহাসিক যুদ্ধ তিনি কভার করেছেন সাংবাদিক হিসেবে। ১৯৬৭ এবং ১৯৭৯ সালে 'বর্ষসেরা সাংবাদিক' সম্মানও পান।