করোনার অতিমারির পরে ভ্যাকসিন নেওয়ার জন্য মানবদেহে ইতিমধ্যেই শরীরে অনাক্রম্যতা তৈরি হচ্ছে ধীরে। এবার অ্যান্টিবডি তৈরি হয়েছে ওমিক্রনের জন্যও। জানিয়েছে সাম্প্রতিক গবেষণা। যে অ্যান্টিবডির নাম S2X324। যার ফলে, ওমিক্রনের জন্য লড়াই করার জন্য শরীর নিজের মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে।
গবেষকরা জানাচ্ছেন, যে মূল কোষটিতে কোভিড ভাইরাস বাসা বাঁধে প্রথমে, এই নতুন মনোক্লোনাল অ্যান্টিবডির ফলে ওই কোষটিতে ভাইরাসে শক্তিবৃদ্ধির সম্ভাবনা ক্রমশ নগণ্য হয়ে উঠবে।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় এবং হাওয়ার্ড হিউজেস মেডিকেল ইনস্টিটিউটের যে আন্তর্জাতিক দলটি সুইজারল্যান্ডের বীর টেকনলজির গবেষকদের সঙ্গে মিলে সার্স-কোভিড ২ অ্যান্টিজেন বিষয়ক যে গবেষণা শুরু করেছিলেন, তার মূল লক্ষ্য ছিল, মানবদেহের অনাক্রম্যতা ওমিক্রন ভ্যারিয়ান্টের সঙ্গে কীভাবে লড়াই চালায় তার দিকে লক্ষ রাখা।
গবেষনার ফল জার্নাল সায়েন্সে প্রকাশিত হওয়ার পর ইতিমধ্যেই তা নিয়ে মেডিকেল সায়েন্স মহলে তীব্র হইচই শুরু হয়েছে। এই নতুন অ্যান্টিবডি ওমিক্রন আক্রান্ত দেহে আগে থেকেই থাকলে তা ভাইরাসের শক্তিতে অনেকটা নিষ্ক্রিয় করে দেবে বলেও দাবি বৈজ্ঞানিকদের।