বড় বড় রেস্তোরাঁয় খেতে গেলে আজকাল খরচা অনেক। তা বলে স্যান্ডউইচ অর্ধেক করে কেটে দিতে ১৮০ টাকা গচ্চা! অবাক করা এই ঘটনাই রইল আজকের গল্প হলেও সত্যি-তে।
ইটালির ঘটনা। লেক কোমোর এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন এক পর্যটক। স্যান্ডউইচ অর্ডার করেছিলেন, সেই মতো এসেও গিয়েছিল। এবার ভদ্রলোক শুধু অনুরোধ করেছিলেন স্যান্ডউইচটি অর্ধেক করে কেটে দিতে। বন্ধুর সঙ্গে ভাগ করে খাওয়ার ইচ্ছেয়।
খাওয়ার পর বিল দিতে গিয়ে অবাক সেই ক্রেতা। দেখছেন, খাবারের খরচ ছাড়াও বিলে যোগ করা হয়েছে বাড়তি ২ ইউরো (১৮০ টাকা), কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে স্যান্ডউইচ অর্ধেক করার কথা। সেই বিল নিয়ে ঘটনাটি পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ওই ভদ্রলোক।
পরে অবশ্য রেস্তোরাঁর তরফে জানানো হয়েছে, স্যান্ডউইচ কাটতে শ্রম ব্যয় হয়েছে, সময়ও, তার জন্য আলাদা পাত্র লেগেছে, সেই পাত্র ধুতেও শ্রম দিতে হয়েছে দ্বিগুণ। সেসবেরই মূল্য ধরে নেওয়া হয়েছে বিলে।