ইজরায়েল যুদ্ধ কভার করতে গিয়ে এই প্রথম মৃত্যু হল কোনও সাংবাদিকের। ইজরায়েল-লেবানন সীমান্তে শনিবার যুদ্ধ কভার করতে গিয়ে ক্ষেপণাস্ত্র হানায় প্রাণ গিয়েছে রয়টার্সের সাংবাদিক ইসাম আবদুল্লার। এক বিবৃতিতে রয়টার্স জানিয়েছে, লাইভ সম্প্রচারের সময়ই বিস্ফোরণে তাদের সাংবাদিক ইসাম নিহত হয়েছেন। সে সময় ক্যামেরাটি একটি পাহাড়ের দিকে তাক করা ছিল।
এই ঘটনায় আহত সংবাদসংস্থা এপি, এএফপি এবং আল-জাজিরার বেশ কয়েকজন সাংবাদিকও। গোটা ঘটনায় ইজরায়েলকে দায়ী করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। তাঁর অভিযোগ, লেবাননের মাটিতে ইজ়রায়েল ধারাবাহিক রকেট হামলা চালাচ্ছে। এই ঘটনা তারই পরিণতি।
আরও পড়ুন : ইজরায়েল-হামাস যুদ্ধের প্রভাব, দোসর উৎসবের মরসুম, জ্বালানির দাম কি বাড়ল ?
হামাসের ইজরায়েল আক্রমণকে সমর্থন করেছে লেবানের সশস্ত্র সংগঠন হেজবুল্লা গোষ্ঠী। এরপর থেকেই ধারাবাহিক ভাবে দক্ষিণ লেবাননে ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালাচ্ছে ইজ়রায়েল।