শেষরক্ষা হল না। বিশ্বের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন অধরা ঋষি সুনকের (Rishi Sunak)। হেরে গেলেন প্রতিদ্বন্দ্বী লিজ ট্রাসের (Lis Truss) কাছে। ইনফোসিসে কর্ণধার নারায়ণ মূর্তির জামাইয়ের দখলে যাচ্ছে না ১০ ডাউনিং স্ট্রিট।
জুলাই মাসে বরিস জনসনের (Boris Johnson) ইস্তফার পর থেকেই শুরু হয়েছিল পরবর্তী প্রধানমন্ত্রী খোঁজার নির্বাচনী লড়াই। ৫ সেপ্টেম্বর ফল প্রকাশিত হল। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগে থেকেই ছবিটা যদিও মোটামুটি স্পষ্টই ছিল। লড়াইয়ে বরাবরই এগিয়ে ছিলেন বরিস জনসনের পছন্দের প্রার্থী লিজ।
Teacher's Day 2022: যাঁর কথা মনে রেখে শিক্ষক দিবস, সেই ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনকে নিয়ে দু-চার কথা
টেরেসা মে এবং মার্গারেট থ্যাচারের পর তৃতীয়বার মহিলা প্রাইম মিনিস্টার পেল ব্রিটেন। আর্থিক সংকটে ধুঁকতে থাকা ব্রিটেনের নব নির্বাচিত প্রাইম মিনিস্টার হিসেবে লিজের সামনে এখন একাধিক চ্যালেঞ্জ।