দীপাবলিতে (Diwali 2022) ইতিহাস । ব্রিটেনের কুর্সিতে বসলেন এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি । ব্রিটেনের (Britain PM) পরবর্তী প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনক (Rishi Sunak) । প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে বরিস জনসন নাম তুলে নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রীর হিসেবে তাঁর নাম একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল । অবশেষে, ইনফোসিসের (Infosys) কর্ণধার নারায়ণ মূর্তির জামাইয়ের দখলে ১০ ডাউনিং স্ট্রিট । ২৮ অক্টোবর ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি ।
প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার ৪৫ দিনের মাথায় লিজ় ট্রাসের ইস্তফার পর ফের ব্রিটেনের প্রধানমন্ত্রী খোঁজা শুরু হয় । প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ফের উঠে আসে ঋষি সুনকের নাম । আগের বার লিজ ট্রাসের কাছে হেরে গিয়ে প্রধানমন্ত্রী পদ অধরাই থেকে গিয়েছিল ঋষির কাছে । তবে, এবার আর সেটা হচ্ছে । পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ঋষির পাশাপাশি শামিল হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন ও প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী পেনি মরড্যান্ট। বরিস জনসন আগেই তাঁর নাম তুলে নেন । এদিকে, ভোটাভুটিতে প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী পেনি মরড্যান্টকে মাত দেন সুনক ।
আরও পড়ুন, T20 World Cup 2022 : বিরাটকে দীপাবলির উপহার, কী দিতে চান হার্দিক ?
সাধারণত,প্রধানমন্ত্রী হতে গেলে কনজারভেটিভ পার্টির ১০০ জন এমপির সমর্থন প্রয়োজন । সূত্রের খবর, ব্রিটেনের পার্লামেন্টের ১৮০ জনের বেশি এমপি ঋষিকে সমর্থন জানিয়েছেন । হার নিশ্চিত জেনে প্রধানমন্ত্রী হওয়ার লড়াই থেকে পিছিয়ে আসেন পেনি । এরপরেই ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যায় ঋষির নামে পড়ল প্রধানমন্ত্রীর চূড়ান্ত শিলমোহর ।