ডনবাসে মস্কো-নিয়ন্ত্রিত অঞ্চলে রাশিয়ান সেনাদের সাফল্য উদযাপন উপলক্ষে মিলছে চলছিল নাটক, অনুষ্ঠান। সেই সময় ইউক্রেনের হামলায় নিহত হন রুশ অভিনেত্রী পোলিনা মেনশিখ। অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ৪০ বছর।
গত ১৯ নভেম্বর ঘটনাটি ঘটে, ঐদিন রুশ সেনাবাহিনীর মেরিন ব্রিগেডকে সংবর্ধনা দিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় , সেখানেই উপস্থিত ছিলেন মেরিন। একটি ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, যদিও যার সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
সেখানে দেখা যায়, মঞ্চে গান গাইছেন পোলিনা , আর তখনই মঞ্চ কেঁপে ওঠে বিকট আওয়াজে। বিবিসি সূত্রে খবর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অভিনেত্রীর।
Animal Trailer: পর্দায় অনিল-রণবীরের দারুণ রসায়ন! মুক্তি পেতেই সাড়া ফেলল 'অ্যানিমেল'-এর ট্রেলার
বিবিসি সূত্রে আরও খবর, এই হামলায় আরও ২০ জনের বেশি রুশ সেনাও নিহত হয়েছেন, যদিও এবিষয়ে মুখে কুলুপ রাশিয়ার।