ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি(Volodymyr Zelenskyy) জানিয়েছেন, ইউক্রেনে(Ukraine) রাশিয়ার(Russia) আগ্রাসনে এখনও পর্যন্ত মোট ১৩৭ জন অসামরিক ও সামরিক কর্মী নিহত হয়েছেন। শুধু তাই নয়, রাজধানী কিয়েভের(Kyiv) উত্তরে রুশ সেনাবাহিনী(Russian soldiers) প্রবেশের সঙ্গে সঙ্গে ইউক্রেনের(Ukraine) উপর রাশিয়ার হামলা(Russian Attack) ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কিয়েভে(Kyiv) ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রকের দফতর থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। এর পাশাপাশি আগুন(fire) জ্বলতেও দেখা যায়। তবে সেই আগুন(fire) বাড়ির ভিতরে নাকি বাইরে ছিল, তা এখনও স্পষ্ট নয়।
অনবরত বোমাবর্ষণের (Bombing) ছবি ধরা পড়েছে ক্যামেরাতেও। পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে পোলটোভা অঞ্চলের(Poltova region) মাইরহোরোড(Myrhorod)। জানা গেছে, একটি বিমানঘাঁটি এবং বোমার ডিপোর কাছে বিস্ফোরণগুলি ঘটেছে।
আরও পড়ুন- Russia-Ukraine crisis: ইউক্রেনে আটকে অশোকনগরের তরুণ, কান্না থামছে না মায়ের, উদ্বেগে পরিবার
মারিউপোল(Mariupol) এবং খারকিভ(Kharkiv) অঞ্চলও কার্যত তছনছ হয়ে গেছে। ছবিতেই ধরা পড়েছে, কীভাবে ইউক্রেনের(Ukraine) সামরিক সরঞ্জাম, যানবাহন এবং রাডারগুলিকে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি কিয়েভ(Kyiv) থেকেও এই ধ্বংসলীলার ছবি উঠে এসেছে। শুধু সামরিক সরঞ্জাম নয়, বাড়িঘর সহ বহু জনপদ কার্যত ধ্বংস হয়ে গেছে, ধ্বংসস্তূপে ঢেকে গেছে গোটা এলাকা।