Russia Ukraine War: যুদ্ধের দামামা বেজে গেল। ইউক্রেনে (Ukraine) 'সামরিক অভিযান' -র ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তিনি ইউক্রেনের সামরিক বাহিনীকে অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। পুতিন প্রচ্ছন্ন হুমকির সুরে জানিয়ে দিয়েছেন ইউক্রেন অপারেশনে যারা হস্তক্ষেপ করবে তাদের পাল্টা জবাব দেওয়া হবে।
ইতিমধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশের অন্যান্য ছোট বড় শহর থেকে বিস্ফোরণের খবর আসতে শুরু করেছে।
রাষ্ট্রসংঘে ইউক্রেনের প্রতিনিধি তাঁর বিবৃতিতে জানিয়েছেন, "এই যুদ্ধ থামানোর দায়িত্ব এই সংস্থার। আমি সবাইকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাই"।
আরও পড়ুন: মোদীর সঙ্গে টেলিভিশন বিতর্কে অংশ নিতে চাই, নয়া ইচ্ছাপ্রকাশ ইমরান খানের
অন্যদিকে রাষ্ট্র সংঘের রুশ প্রতিনিধি জানিয়েছেন, বিশেষ অভিযান ইউক্রেনের জনগণকে রক্ষা করার জন্য, যারা বছরের পর বছর ধরে ভুগছে। আমাদের লক্ষ্য ইউক্রেনকে গণহত্যা মুক্ত করা। রাষ্ট্রসংঘের সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সঙ্গতি রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা পরিস্থিতি বিশ্লেষণ করব