আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) সহ প্রায় একডজন আমেরিকান শীর্ষ আধিকারিকদের তালিকা তৈরি করে দেশে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করল রাশিয়ান বিদেশমন্ত্রক (Russia Foreign Ministry)। আমেরিকার কনসিকোয়েন্সের পরই এই প্রথম কোনও পদক্ষেপ নিল রাশিয়া। কিন্তু রাশিয়ান বিদেশমন্ত্রক বলেছে, ওয়াশিংটনের (Washington) সঙ্গে সব ধরনের অফিসিয়াল সম্পর্ক বজায় রাখবে রাশিয়া। প্রয়োজন পড়লে তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ করবে রাশিয়া।
দেশে প্রবেশ করা নিয়ে মঙ্গলবার ১৩ জনের একটি তালিকা প্রকাশ করেছে রাশিয়া। সেই তালিকায় আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও আছেন স্টেট সেক্রেটারি অ্য়ান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন, সিআইএ প্রধান উইলিয়াম বার্নস, আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সহ আরও অনেকে। এই তালিকায় আছেন আমেরিকার প্রাক্তন সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিনটন।
আরও পড়ুন: রাশিয়ান সেনাবাহিনীর হামলায় মৃত্যু ফক্স নিউজের চিত্র সাংবাদিকের
রাশিয়ার বিদেশমন্ত্রক জানিয়েছে, রুশভীতির জন্য আমেরিকার প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, তার ফলেই এই পদক্ষেপ রাশিয়ার।