ইউক্রেনের মারিওপোল শহরের একটি থিয়েটার হলে আশ্রয় নিয়েছিলেন শতাধিক সাধারণ মানুষ। তাঁদের উপর রাশিয়া (Russia) বিমান হামলা করেছে বলে অভিযোগ ইউক্রেনের। তবে এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
আর্ন্তজাতিক সংবাদসংস্থার খবর অনুযায়ী, মারিওপোল সিটি কাউন্সিল জানিয়েছে, থিয়েটার হলে বোমা হামলায় ঠিক কত জন হতাহত হয়েছেন এখন পর্যন্ত সে সম্পর্কে কিছু জানা যায়নি। হামলা থেকে বাঁচতে থিয়েটার হলে অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছিলেন।
আরও পড়ুন: Ukraine Crisis: আর্ন্তজাতিক আদালতে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিলেন ভারতীয় বিচারপতি
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বুধবারের এই হামলাকে ভয়ংকর যুদ্ধাপরাধ বলে চিহ্নিত করেছেন। তাঁর দাবি, ওই থিয়েটার হলে যে সাধারণ মানুষরাই ছিলেন তা রুশ সেনার অজানা ছিল না।
থিয়েটার হলে বোমা হামলার অভিযোগ অস্বীকার করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওই থিয়েটার হলে তারা হামলা করেনি।