ইউক্রেনের (Ukraine) রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে সেনা। লাগাতার আক্রমণের সামনে কার্যত পর্যদুস্ত ইউক্রেন৷ এই অবস্থায় সুর কিছুটা নরম করল মস্কো (Moscow)। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) জানালেন, ইউক্রেন আত্মসমর্পণ করলে তাঁরা আলোচনা করতে রাজি আছেন। ইতিমধ্যেই চিনের সঙ্গে আলোচনা করেছে রাশিয়া।
রাশিয়ার (Russia) ইউক্রেন (Ukraine) দখল কার্যত সময়ের অপেক্ষা। কিয়েভেও (Kyiv) ঢুকে গিয়েছে রুশ ট্যাঙ্ক। এই অবস্থাতেই রাশিয়ার তরফে জানানো হল, ইউক্রেন আত্মসমর্পণ করলে বন্ধ হবে যুদ্ধ। চিনা প্রেসিডেন্ট শি জিনপিংর সঙ্গে কথা বলেেছেন পুতিন। সেখানেই একথা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Russia Ukraine War Conflict: রাজধানী কিয়েভের দোরগোড়ায় রুশ সেনা, চলছে তুমুল গুলির লড়াই
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বেলারুশের রাজধানী মিনস্কে একটি ইউক্রেনীয় প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসতে রাজি তাঁরা। এর আগেও এই দলের সঙ্গে ইউক্রেন সংকট নিয়ে কয়েক দফা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ইতিমধ্যেই কিয়েভ বিমানবন্দরের নিয়ন্ত্রণ রাশিয়ার দখলে চলে গিয়েছে।