ইউক্রেনে (Ukraine crisis) পুরোদস্তুর যুদ্ধ শুরু করে দিয়েছে রাশিয়া। তাদের দাবি, ইতিমধ্যেই ইউক্রেনের বিমানঘাঁটি ধ্বংস করে দিয়েছে তারা। অন্যদিকে ইউক্রেনের পাল্টা দাবি, একাধিক রুশ যুদ্ধবিমানকে নামানো হয়েছে।
রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান এবং একটি হেলিকপ্টারকে গুলি করে নামানো হয়েছে। এমনই দাবি করেছে ইউক্রেন (Ukraine Russia crisis)। বৃহস্পতিবার সকাল থেকেই ইউক্রেনের উপর হামলা (Ukraine Russia War) শুরু করে রাশিয়া। একের পর ক্ষেপণাস্ত্র এবং বোমারু বিমান নিয়ে হামলা চালাচ্ছে তারা। পাল্টা জবাবও দিচ্ছে ইউক্রেনের সেনা। তাদের দাবি, লুহানস্ক অঞ্চলে রাশিয়ার হামলাকারী পাঁচটি বিমানকে গুলি করে নামিয়েছে তারা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক পাল্টা দাবি করেছে, ইউক্রেনের বিমানবাহিনীর ঘাঁটি তারা গুঁড়িয়ে দিয়েছে (Russia Ukraine Confkict)। ইতিমধ্যেই রুশবাহিনীর হামলায় ইউক্রেনের বেশ কিছু নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। বিভিন্ন শহরে টানা বিমানহানা চলছে।
রাশিয়া দাবি করেছে, জনবহুল কোনও এলাকায় তারা হামলা চালাচ্ছে না। কেবলমাত্র সামরিক ঘাঁটিতেই চলছে আক্রমণ। কিয়েভের অভিযোগ, তিনদিক থেকে আক্রমণ শুরু হয়েছে। ক্রিমিয়া এবং বেলারুশের বাহিনীও যুদ্ধে শামিল।