প্রবল আন্তর্জাতিক চাপে আবার ইউক্রেনের(Ukraine) সঙ্গে বৈঠকে বসছে রাশিয়া(Russia)। ৪৮ ঘণ্টার মধ্যেই দ্বিতীয়বার বৈঠকে বসতে চলেছে এই দুই দেশ।
বেলারুশ সীমান্তে(Belarus Border) মঙ্গলবারের বৈঠক কোনও সমাধান সূত্র দেয়নি। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, আন্তর্জাতিক চাপের মুখে ভ্লাদিমির পুতিন(Vladimir Putin) আলোচনার টেবিলে বসলেও সামরিক আগ্রাসন কমানোর কোনও লক্ষণ দেখাচ্ছেন না। ভ্যাকিউম বোমা, ক্লাস্টার বোমার মতো বিধ্বংসী অস্ত্র ব্যবহারে ইউক্রেনের(Ukraine) হাজার হাজার নগর, প্রান্তর তছনছ করে দিচ্ছে রুশ সেনাবাহিনী(Russian Soldiers)।
আরও পড়ুন- Russia Ukraine War: খাবার কিনতে গিয়েই মৃত্যু নবীনের, পরিবারের সঙ্গে কথা বলে সান্ত্বনা প্রধানমন্ত্রীর
বুধবার রাশিয়ার(Russia) ক্ষেপণাস্ত্র হানায় ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে মৃত্যু হয়েছে ১০ জনের। আহত অন্তত ৩৫ জন। ইতিমধ্যেই তিনদিক দিয়ে ইউক্রেনকে ঘিরে ফেলেছে রাশিয়া(Russia)। প্রায় ৬৪ কিলোমিটার দীর্ঘ রুশ কনভয়ে সাঁজোয়া গাড়ি থেকে কামান সবই রয়েছে। রাজধানী লাগোয়া গ্রামগুলিও বোমার হাত থেকে রেহাই পায়নি।