ইউক্রেনে (Ukraine) পরমাণু হামলা (Nuclear Attacks) চালাতে পারে রাশিয়া (Russia)। এমনটাই দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির (Zelenesky)। তাঁর মতে, বিশ্বের অন্য দেশগুলির রেডিয়েশন প্রতিরোধক ওষুধ (Anti Radiation Medicine) প্রস্তুত রাখা উচিত। পরমাণু হামলা থেকে বাঁচতে ইউক্রেনের বিকল্প আশ্রয় (Shelter) প্রয়োজন, জানান তিনি।
জেলেনেস্কির মতে, ইউক্রেন সীমান্তের পাশে চারটি রাশিয়ান পারমাণবিক বিমান উড়তে দেখা গিয়েছে। তিনি জানান, এই ঘটনায় শুধু ইউক্রেনের নয়, গোটা দুনিয়ার চিন্তার কারণ হতে পারে। জেলেনেস্কির মতে, রাশিয়ার পরমাণু হামলার অপেক্ষায় বসে না থেকে এখনই প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত।
আরও পড়ুন: লকডাউনের পরেও সাংহাইয়ের পরিস্থিতি উদ্বেগজনক, একদিনে মৃত ৩, আক্রান্ত হচ্ছে নবজাতকরাও
এর আগে গ্রেট ব্রিটেনও দাবি করেছিল, যুদ্ধ শুরু করার ৫৫ দিন, অর্থাৎ মঙ্গলবার রাশিয়া ইউক্রেনে পরমাণু হামলা চালাতে পারে।