শনিবার সকালে সাময়িক যুদ্ধবিরতির(Ceasefire) ডাক দিয়েছিল রাশিয়া(Russia)। কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যেই বদলে গেল সম্পূর্ণ চিত্র। যুদ্ধবিরতি(Ceasefire) না মেনেই মারিওপোল(Mariupol) শহরে লাগাতার গোলাবর্ষণ করতে শুরু করে রুশ সেনা(Russian Soldier)।
শুধু মারিওপোল(Mariupol) নয়, ভলনোভাখা সহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় রুশ সেনারা। ইউক্রেনের(Ukraine) এক আধিকারিকের কথায়, 'যুদ্ধবিরতি(Ceasefire) মানছে না রাশিয়া(Russia)। মারিওপোল(Mariupol) এবং সংলগ্ন এলাকায় লাগাতার গোলাবর্ষণ(Fire) করে চলেছে।'
আরও পড়ুন- Ukraine Crisis : রক্তাক্ত খারকিভ থেকে শিশুদের নিয়ে ট্রেন পৌঁছল পোল্যান্ডে
শনিবার সাধারণ নাগরিকদের স্বার্থেই সাময়িক যুদ্ধবিরতির(Cesefire) প্রস্তাব দেয় রাশিয়া(Russia)। এতে সমর্থন জানায় ইউক্রেন(UKraine)। কিন্তু তারপর হঠাৎ করেই গোলাবর্ষণ শুরু করে রুশ সেনা।