একমেবাদ্বিতীয়ম সোভিয়েত ইউনিয়নের (USSR) একচ্ছত্র আধিপত্য হ্রাস পেয়েছিল গত শতাব্দীর নয়ের দশকের শুরুতেই। ‘সবথেকে বড় আয়তনের রাষ্ট্র’ (Largest country of the world) হিসেবে তার মুকুটের পালকও খসে পড়েছে বহু যুগ আগেই। এবার সেখানে আরও একবার খাঁড়ার ঘা নিয়ে এল করোনা।
আরও পড়ুন: দীর্ঘ নয় দশক পর পোশাক বদল হল 'মিনি মাউজ'-এর, এবার দেখা যাবে প্যান্ট-স্যুটে
এজেন্সি রোস্ট্যাটের (Agency Rosstat) একটি রিপোর্ট (report) সম্পর্তি সামনে এসেছে। যা জানাচ্ছে, ২০২১ সালে রাশিয়ার জনসংখ্যা (Russia population got affected due to Covid) অস্বাভাবিক মাত্রায় কমেছে। মোট জনসংখ্যা থেকে কমে গিয়েছে ১০ লক্ষেরও বেশি মানুষ।
বিষণ্ণতার এই গ্রাফ স্পর্শ করলে যা বেরিয়ে আসছে, তা হল, দেশে প্রথম কোভিড কেস (First Covid case in Russia) ধরা পড়ার পর থেকে গোটা রাশিয়া জুড়ে সরকারি হিসেব অনুযায়ী, কোভিডে মারা গিয়েছেন ৬ লক্ষ ৬০ হাজার জনেরও বেশি মানুষ।
ওই রিপোর্ট থেকেই জানা গিয়েছে, এই মুহূর্তে নারীপ্রতি দেশে ২.১ জন মানুষের জন্ম হলে তবেই জনসংখ্যার ভারসাম্য ফের পূর্বাবস্থায় ফিরিয়ে আনা যাবে। বর্তমানে নারীপ্রতি ১.৫ জন মানুষের জন্মের পরিসংখ্যান নিয়ে যা কার্যত সম্ভব নয়।