রাশিয়ার আক্রমণের(Russian Attack) হাত থেকে বাদ পড়ল না ধর্মস্থানও(Mosque)। জানা গেছে, শনিবার একটি মসজিদে রাশিয়ার শেল হামলায় ৮০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন একাধিক মহিলা এবং শিশু। ইউক্রেনের(Ukraine) বিদেশমন্ত্রক এক বিবৃতিতে মারিয়োপোলের(Mariupol) সুলতান সুলেমান মসজিদে এই হামলার কথা স্বীকার করেছে।
কিভ(Kyiv) দখলে মরিয়া রাশিয়া(Russia) ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে। এমনকি, যুদ্ধবিরতির(Ceasefire) প্রস্তাব অগ্রাহ্য করেই হামলা চালানোর অভিযোগ উঠেছে পুতিনবাহিনীর(Ukraine-Russia War) বিরুদ্ধে। জানা গেছে, রুশ হামলা থেকে প্রাণ বাঁচাতে মারিয়োপোলের(Mariupol) ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন ৮০ জন। তাঁদের মধ্যে ছিলেন মহিলা ও শিশুরাও। ইউক্রেন(Ukraine Crisis) সরকারের দাবি, মূলত ওই এলাকায় বসবাসকারী তুরস্কের পরিবারগুলি মসজিদে আশ্রয় নিয়েছিল। কারণ, যুদ্ধের সময় মসজিদের(Mosque) মতো ধর্মীয় স্থল কিংবা স্কুল(School), হাসপাতালে(Hospital) হামলা না চালানোই আন্তর্জাতিক দস্তুর। ইউক্রেনের(Ukraine) অভিযোগ, রাশিয়া সব জেনেও ওই মসজিদে হামলা(Russian Attack on Mosque) চালায়।
অন্যদিকে, সিরিয়ার(Syria) স্বেচ্ছাসেবকদের ইউক্রেনে এসে যুদ্ধ করার আহ্বান জানিয়েছে মস্কো(Moscow)। সিরিয়া তথা মধ্য পূর্বের দেশগুলি যাতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে না পড়ে, এতদিন সেই চেষ্টা চালিয়ে আসছিল পশ্চিমী বিশ্ব। এরই মধ্যে এই মস্কোর আহ্বান, পরিস্থিতিতে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।