রাশিয়ার রাজধানী মস্কোর ক্রকাস সিটিতে একটি কনসার্ট হলে ভয়াবহ জঙ্গিহানায় প্রাণ হারালেন অন্তত ৬০ জন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ১৪৫ জন। রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, এই হামলার পিছনে জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে। হামলাকারীদের ছবি প্রকাশ্যে এসেছে। এই হামলার দায় স্বীকার করেছে আইএসআইএস।
অন্তত ৫ জন জঙ্গি স্বয়ংক্রিয় বন্দুক এবং বোমা নিয়ে হামলা চালায়। হামলাকারীদের এলোপাথাড়ি গুলি চালাতে দেখা গিয়েছে। বোমা বিস্ফোরণের ফলে অডিটোরিয়ামের ছাদে আগুন লেগে চারদিন ধোঁয়ায় ভরে যায়। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে চলে হামলা। প্রাণ বাঁচাতে প্রায় ১০০ জন হলের ছাদে ও বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন। তাঁদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
মস্কোর বুকে সংগঠিত এই জঙ্গিহানার নিন্দা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রও৷ তবে একইসঙ্গে তারা জানিয়েছে, এর সঙ্গে ইউক্রেনের কোনও সম্পর্ক নেই। আইএসআইএস অনুমোদিত সংবাদ সংস্থা আমাক টেলিগ্রামে একটি বিবৃতি দিয়ে ঘটনার দায় স্বীকার করলেও এখনও পর্যন্ত সেই সংক্রান্ত কোনও প্রমাণ দেয়নি।