রাশিয়া-ইউক্রেন সংকটের মাঝেই বাড়ল তেলের দাম। ৯ মাসের মধ্যে সবচেয়ে বাড়ল সোনার দাম। ২০২১ এর মে মাসের পর এই প্রথম ২ % বেড়ে আউন্স প্রতি সোনার দাম এখন ১৯০৯.৫৪ ডলার। একই সঙ্গে বাড়ল অপরিশোধিত তেলের দাম। ৩ % বেড়ে অপরিশোধিত তেলের দাম এখন ৯৩ ডলার।
ইউক্রেনের দুই রুশপন্থী অঞ্চলকে ‘স্বাধীন’ ঘোষণা করল রাশিয়া। পশ্চিমী দেশগুলির সতর্কতা অগ্রাহ্য করেই সোমবার এই সিদ্ধান্ত নিল মস্কো। রাশিয়ার টিভি চ্যানেলে এক দীর্ঘ ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘‘আমি বিশ্বাস করি, অবিলম্বে দোনেৎস্ক এবং লুগানস্কের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের প্রয়োজন।’’ অন্য দিকে কূটনৈতিক মহলের আশঙ্কা, এই পদক্ষেপের ফলে পশ্চিমী-সমর্থিত সরকারের সঙ্গে সঙ্ঘাত শুরু হতে পারে রাশিয়ার।