যুদ্ধক্ষেত্র থেকে ছড়াতে পারে কোভিড ভাইরাস (Covid 19 Cirus)। আশঙ্কা প্রকাশ করল WHO। ইউক্রেন ও প্রতিবেশী দেশগুলোকে এই নিয়ে সতর্ক করা হয়েছে। রাশিয়ান সেনাবাহিনীকে (Russian Army) স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলি ধ্বংস না করার অনুরোধ করা হয়েছে। দুই দেশের যুদ্ধ যাতে গোটা বিশ্বে ভাইরাসের বিরুদ্ধে লড়াইকে দুর্বল না করে দেয়, তার অনুরোধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO।
গত ১৯ দিন ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। যার জেরে ইউক্রেন ছেড়েছে প্রায় ২০ লক্ষ মানুষ। এই সব ইউক্রেনবাসীর থেকেই সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনের বাসিন্দাদের টিকাকরণের মাত্রা ৩৪ শতাংশ। যা অন্য দেশের নিরিখে অত্যন্ত কম। দ্বিতীয়ত ৩-৯ মার্চ পর্যন্ত ইউক্রেন ও পড়শি দেশগুলিতে কোভিডে আক্রান্ত হয়েছেন মোট ৭ লক্ষ ৯১ হাজার ২১ জন। মৃত্যু হয়েছে ৮ হাজার ১২ জনের। WHO-এর মতে এই সংখ্যা অত্যন্ত উদ্বেগজনক।
আরও পড়ুন: ১৬ মার্চ থেকে কোভিড টিকা পাবে ১২ থেকে ১৪ বছর বয়সিরা, জানালেন মনসুখ মান্ডব্য
ইউক্রেনে যে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন,WHO-এর স্বাস্থ্য সংক্রান্ত জরুরি বিভাগের এগজিকিউটিভ ডিরেক্টর মাইক রায়ানও। তিনি বলেন, "যুদ্ধের কারণে ইউক্রেনে কোভিড টিকা দেওয়ার প্রক্রিয়া থমকে গিয়েছে। বন্ধ হয়ে গিয়েছে কোভিড পরীক্ষাও। আর এটাই বড় উদ্বেগের একটা কারণ।" যুদ্ধের পর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া ইউক্রেনের শরণার্থীদের প্রসঙ্গও তুলেছেন রায়ান। তাঁর কথায়, "এই শরণার্থীরা অজান্তেই ভাইরাস আনতে পারেন নিজেদের সঙ্গে।"