ইউক্রেনের (Ukraine) তিন দিক দিয়ে লাগাতার আক্রমণ চালিয়ে সীমান্তের অনেকখানি ভিতরে ঢুকে পড়েছে রাশিয়ার (Russia) সেনা। রাজধানী কিয়েভের (Kyiv) দোরগোড়ায় উপস্থিত হয়েছে রুশ বাহিনী। ইউক্রেন জানিয়েছে, রাজধানী রক্ষা করতে প্রাণপণ লড়াই করছে তাদের সেনাবাহিনী।
শুক্রবার সকালে ইউক্রেনের সেনা একটি রুশ যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে। কিয়েভের একটি বহুতলের উপর সেটি পড়েছে।
ইউক্রেনের পূর্ব, উত্তর, দক্ষিণ প্রান্তে তুমুল লড়াই চলছে। উত্তরে বেলারুশ (Belarus), দক্ষিণে রাশিয়া এবং পূর্বে ক্রিমিয়া (Crimea) সীমান্ত পেরিয়ে আক্রমণ করেছে রুশ সেনা।
আরও পড়ুন: Russia Ukraine War Crisis: একরত্তি শিশুর জন্য কাঁদছেন বাবা, দেখুন ইউক্রেনের মর্মান্তিক ভিডিয়ো
ইউক্রেন এবং আমেরিকার (USA) দাবি, রাশিয়া কিয়েভ দখল করে পশ্চিমী শক্তিগুলির ঘনিষ্ঠ সরকারকে উৎখাত করতে চায়। ইউক্রেনের রাষ্ট্রপতির ভোলোদিমির জেলেনস্কির দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এত বড় আক্রমণ আর হয়নি। তিনি জানান, তাঁকে এবং তাঁর পরিবারকে হত্যা করতে চায় রাশিয়া