যুদ্ধ মানেই হানাহানি, মৃত্যু, প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ, রক্তপাত। যুদ্ধ মানে ছারখার হয়ে যাওয়া সাজানো সংসার। ইউক্রেনে রুশ আক্রমণের (Russia Ukraine War) সময়ও সেই একই রকমের ছবি সামনে আসছে। ভাইরাল হওয়া সে সব ভিডিয়ো দেখে বাঁধ মানছে না চোখের জল।
রুশ ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরে। কিয়েভ স্টেশনে এক যুগলের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, মহিলা সঙ্গীকে বিদায় জানাচ্ছেন পুরুষ সঙ্গীটি। সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। ঠিক তেমনই ভাইরাল হয়েছে আরও একটি ভিডিও।
আরও পড়ুন: Ukraine Crisis: হাসপাতাল থেকে সদ্যজাতদের সরিয়ে রাখা হল বোমারোধী আশ্রয়ে, দেখুন মর্মস্পর্শী ভিডিয়ো
দেখা যাচ্ছে, নিজের দুই কন্যা সন্তানকে বিদায় জানাচ্ছেন বাবা। একটি সন্তান একদম একরত্তি, অন্যটি কিছুটা বড়। কনিষ্ঠতম সন্তানটির হাত ধরে বাবা শেষ কয়েকমুহূর্ত কাটাচ্ছেন, আর বলছেন সাবধানে থাকতে। তার পর আর আবেগ ধরে রাখতে পারছেন না, কেঁদে ফেলছেন। মুহূর্তে দুই সন্তানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলছেন তিনি। এই মর্মান্তিক ভিডিয়ো আরও একবার সামনে আনল যুদ্ধের সীমাহীন বীভৎসতা।