ট্যাঙ্ক-কামান নিয়ে লড়ছে ইউক্রেন-রাশিয়া (Ukraine Russia crisis)। তার অভিঘাত বিশ্ব-ক্রীড়াতেও (International sports)। ফুটবল থেকে বাস্কেটবল- সব জায়গা থেকেই এই যুদ্ধ বন্ধের দাবি। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া (Russia Ukraine crisis)। তারপর থেকেই ঘরে-বাইরে সমালোচনার মুখে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)।
'স্টপ ওয়্যার'- ইউরোলিগের একটি ম্যাচের মধ্যে এই পোস্টার দেখা যায়। বাস্কেটবলের এই ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউরোপের দুই দল। সেই ম্যাচেই ইউক্রেনের রেফারি বরিস রিঝিকের হাতে দেখা যায় এই পোস্টার।
আরও পড়ুন: কেন ইউক্রেনকেই বেছে নেন ভারতের অধিকাংশ ডাক্তারি পড়ুয়া? কী রয়েছে এর নেপথ্যে?
শুধু বাস্কেটবল নয়। রাশিয়ার বিরুদ্ধে খেলবে না তারা, ফুটবলেও এই গর্জন উঠেছে।বিশ্বকাপে নিজেদের প্লে-অফ ম্যাচের কেন্দ্র বদলের জন্য ফিফার (Fifa) কাছে আর্জি জানাল পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং সুইডেন। এই তিন দেশেরই ম্যাচ হওয়ার কথা ছিল রাশিয়াতে। কিন্তু, এই মুহূর্তে ওই দেশের 'সামরিক পরিস্থিতি'-র কথা মাথায় রেখেই ফুটবল ফেডারেশনের কাছে আর্জি জানায় এই তিন দেশ। যদিও, এই বিষয়ে ফিফার সিদ্ধান্ত এখনও জানা যায়নি।
বিপাকে পড়েছেন ইউক্রেনের (Ukraine) ক্লাবে খেলা বিদেশিরাও। শাখতার দোনেৎসক এবং ডায়নামো কিয়েভের হয়ে খেলা ব্রাজিলীয় ফুটবলাররা ইউক্রেনে আটকা পড়ে গিয়েছেন। ইনস্টাগ্রামে (Instagram) পোস্ট করা একটি ভিডিয়ো-বার্তা'র মাধ্যমে ব্রাজিল সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেন শাখতার দোনেৎসকের ব্রাজিলীয় ফরওয়ার্ড ফার্নান্দো। তিনি বলেন, 'আমরা অত্যন্ত বিপদে পড়ে গিয়েছি। এই শহরে জ্বালানি ক্রমশ ফুরিয়ে আসছে। আকাশসীমা বন্ধ। কী করব জানি না। এই ভিডিয়ো প্রচুর শেয়ার করে আমাদের বিপদে পড়ার কথা সকলকে জানান। আমরা সাহায্য চাইছি'।