ইপিএলের (EPL) ক্লাব চেলসি এফসির (Chelsea FC) মালিকানা হস্তান্তর করলেন ক্লাবের মালিক রোমান আব্রামোভিচ (Roman Abramovich)। ক্লাবের জন্য গড়লেন চ্যারিটেবল ফাউন্ডেশন ট্রাস্ট। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ (Russia Ukraine War) ঘোষণার পরই এই সিদ্ধান্ত নেন তিনি।
চেলসির মালিকানা ছাড়ার দাবি উঠতে পারে। তাই তার আগে নিজেই এই সিদ্ধান্ত নিলেন রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচ। ইপিএলের জনপ্রিয় ক্লাব চেলসি এফসির মালিকানা হস্তান্তর করে চ্যারিটেবল ফাউন্ডেশন ট্রাস্টের হাতে তুলে দেন তিনি। তবে পুরোপুরি ক্লাব বিক্রি করেননি। জানা গিয়েছে, কিছুদিনের জন্যই এই সিদ্ধান্ত।
আরও পড়ুন: যুদ্ধক্ষেত্রে রাশিয়া-ইউক্রেন, প্রভাব বিশ্বক্রীড়ার ময়দানে
২০০৩ সাল থেকে চেলসির মালিকের দায়িত্বে আছেন আব্রামোভিচ। ক্লাবের মালিকানা বদলের সিদ্ধান্তে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করেননি। তিনি লেখেন, "ক্লাবের স্বার্থে সব ধরনের সিদ্ধান্ত মন থেকে নিয়েছি সব সময়। আমি এখনও সেই প্রতিশ্রুতি রাখতে চাই। চেলসিকে চ্যারিটেবল ফাউন্ডেশন ট্রাস্টির হাতে তাই তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে ক্লাব সমান ভাবে যত্নসহকারে এগিয়ে যেতে পারে।"
চেলসি এফসির জন্য ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছেন আব্রাহিমোভিচ। তিনি দায়িত্ব নেওয়ার পর চেলসি মোট ১৯টি খেতাব জিতেছে। যার মধ্যে আছে ক্লাব বিশ্বকাপ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও।