কৃষ্ণসাগরের আকাশে রাশিয়ান ফাইটার জেট (Russian Fighter Jet) ও আমেরিকান ড্রোনের (American Drone) সংঘর্ষ । ঘটনাকে কেন্দ্রকে উত্তপ্ত পরিস্থিতি দুই দেশে । আমেরিকার তরফে দাবি করা হয়েছে, রাশিয়ার ফাইটার জেট ধ্বংস করেছে মার্কিন ড্রোনকে । যদিও, এই দাবি মানতে নারাজ রাশিয়া । রাশিয়ার সেনার তরফে দাবি করা হচ্ছে এই ধরনের কোনও ঘটনাই ঘটেনি ।
জানা গিয়েছে, রাশিয়ান এসইউ-২৭ জেট ফাইটার ও একটি আমেরিকান এমকিউ-৯ রিপার ড্রোনের সংঘর্ষ ঘটে । মার্কিন কম্যান্ডের তরফে দাবি করা হয়েছে, সংঘর্ষের আগে একাধিকবার রাশিয়ার এসইউ-২৭ ফাইটার জেট মার্কিন ড্রোনের উপরে জ্বালানি ফেলে দেয়। এমকিউ-৯ ড্রোনের সামনে দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ফাইটার জেট ওড়ানো হচ্ছিল। যা পরিবেশের জন্য ক্ষতিকারক বলে অভিযোগ । রাশিয়ার দাবি, তাদের যুদ্ধবিমানগুলি কোনও অস্ত্র ব্যবহার করেনি কিংবা ড্রোনকে কোনওভাবে প্রভাবিত করেনি ।
আরও পড়ুন, Imran Khan : গ্রেফতারির মুখে ইমরান খান, দেশবাসীকে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা 'কাপ্তান'-এর
জানা গিয়েছে, ড্রোন ও ফাইটার জেটের মধ্যে সংঘর্ষের পরেই রাশিয়া ও আমেরিকার মধ্যে কূটনৈতিক স্তরে আলোচনা শুরু হয়েছে । পরবর্তী ক্ষেত্রে যাতে এমন ঘটনা না ঘটে, সেকারণে এই আলোচনা বলে খবর ।