যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে (Ukraine Russia war) এবার মৃত্যু হল এক বাংলাদেশি নাবিকের (Bangladeshi citizen died in Ukraine)। জানা গিয়েছে, ইউক্রেনের অলভিয়া বন্দরে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে রুশ ক্ষেপণাস্ত্র (Russian missile attack on Bangladeshi ship) দ্বারা হামলা করা হয়েছে। এই ঘটনায় ওই জাহাজের এক নাবিকের মৃত্যু হয়েছে (One Bangladeshi citizen died) বলে জানা গিয়েছে। বাংলাদেশি ওই নাবিকের নাম হাদিসুর রহমান। খবরে প্রকাশ, তিনি জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার।
আরও পড়ুন: ভারতীয়দের খারকিভ থেকে ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না, ভাইরাল ভিডিও নিয়ে হইচই
বুধবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ জাহাজটিতে (Russian missile attack on Bangladeshi ship) বিস্ফোরণ ঘটে। আগুন ধরে যায় জাহাজটিতে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন নৌ-পরিবহনের অধীন একটি সরকারি সংস্থা। এই সংস্থার সাধারণ পণ্যবাহী জাহাজ বাংলার সমৃদ্ধি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছেছিল। গত ২১ ফেব্রুয়ারি থেকে জাহাজটি সেখানেই রয়েছে। জাহাজটিতে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন।
২৭ সেকেন্ডের এই ভিডিয়োতে বাংলাদেশি নাবিককে (Bangladeshi citizen) বলতে শোনা যায়, ‘আমি বাংলার সমৃদ্ধির সেকেন্ড ইঞ্জিনিয়ার। আমাদের জাহাজে একটু আগে রকেট হামলা হয়েছে। ...কোনও জায়গা থেকে সাহায্য আসেনি। আমাদের বাঁচান।’
'কুর্দস গ্লোবাল' (Kurds Global Facebook page) নামে একটি ফেসবুক পেজে জাহাজে বিস্ফোরণ ও আগুন লাগার ছবি প্রকাশ করা হয়েছে। এরপর ইউক্রেনের সমুদ্র বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে একটি ফেসবুক পোস্টে (Facebook post e) বলা হয়েছে, একটি রকেট হানার পর ৩৬৩ নম্বর অ্যাঙ্করেজে থাকা 'বাংলা সমৃদ্ধি'তে আগুন ধরে যায়।