আবার নতুন করে ইউক্রেনের(Ukraine) রাজধানী কিয়েভ(Kyiv) আক্রমণ করতে উদ্যত হয়েছে রুশ সেনাবাহিনী(Russian Soldiers)। উপগ্রহ চিত্রেই(Satelite Images) পরিষ্কার, কোনওমতেই হাল ছাড়ছে না রাশিয়া(Russia)।
উপগ্রহ চিত্রে দেখা গেছে, কিয়েভের(Kyiv) উত্তরে প্রায় ৬৪ কিলোমিটার এলাকা জুড়ে সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে রাশিয়ার(Russia) সামরিক কনভয়(military convoy)।
ম্যাক্সার টেকনোলোজির(Maxar Technologies) ছবিতেই স্পষ্ট, ইউক্রেনের আন্তনভ বিমানবন্দরের(Antonov Airport) সামনে থেকে দীর্ঘ রুশ কনভয় প্রিবিরস্ক(Prybirsk) শহর পর্যন্ত বিস্তৃত। ইভানকিভের(Ivankiv) উত্তর এবং উত্তর-পশ্চিম অংশে সামরিক কনভয় যাতায়াতের রাস্তায় বেশ কয়েকটি বাড়ি এবং বড় বিল্ডিংয়ে আগুন জ্বলতে দেখা যায়।
আরও পড়ুন- Russia-Ukraine Talk: সাড়ে তিন ঘণ্টার আলোচনায় দু'পক্ষ! রাশিয়ার কাছে যুদ্ধবিরতির দাবি ইউক্রেনের
উপগ্রহ চিত্র থেকে আরও জানা গেছে, ইউক্রেন সীমান্তের(Ukraine Border) ৩২ কিলোমিটারের মধ্যেই উত্তর-দক্ষিণ সীমান্তে বেলারুশে অতিরিক্ত বাহিনী হিসেবে স্থলবাহিনী এবং যুদ্ধের জন্য হেলিকপ্টার ইউনিট(Helicopter Unit) তৈরি রাখা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রুশ আক্রমণের(Russian Attack) পর থেকে ইউক্রেনের(Ukraine) সেনাবাহিনী রাজধানী কিয়েভে(Kyiv) প্রবেশের বিভিন্ন রাস্তাগুলিকে বিদেশী শক্তির হাত থেকে রক্ষা করেছে।