Ukraine Crisis: ক্রমশ ঘনাচ্ছে যুদ্ধের কালো মেঘ, ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা চেয়ে রাষ্ট্রসংঘে সোচ্চার ভারত

Updated : Feb 22, 2022 13:40
|
Editorji News Desk

ইউক্রেন(Ukraine) নিয়ে প্রথম মুখ খুলল ভারত(India)। মঙ্গলবার এই সমস্যা(Ukraine Crisis) নিয়ে জরুরি বৈঠক ডাকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে ইউক্রেন-রাশিয়া(Ukraine-Russia) দুই পক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানায় ভারত(India)। বৈঠকে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি আশঙ্কা প্রকাশ করেন, রাশিয়ান ফেডারেশন(Russian Federation) ও ইউক্রেনের(Ukraine) মধ্যে সংঘাত আঞ্চলিক স্থিতাবস্থা ও নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

শুধু তাই নয়, ইউক্রেনে(Ukraine) থাকা প্রায় ২০ হাজার পড়ুয়ার নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছে নয়াদিল্লি(New Delhi)। এহেন পরিস্থিতিতে উভয়পক্ষকেই শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান ভারতীয় প্রতিনিধি টি এস তিরুমূর্তি(TS Tirumurthy)।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, ইউক্রেন(Ukraine) নিয়ে উভয় সংকটে রয়েছে নয়াদিল্লি। কারণ, রাশিয়ার(Russia) সঙ্গে ভারতের বন্ধুত্ব ঐতিহাসিক ও অত্যন্ত মজবুত। সোভিয়েত জমানা থেকেই প্রতিরক্ষা ক্ষেত্রে রুশ অস্ত্রের বড় খদ্দের ভারত(India)। দুই দেশের কৌশলগত সম্পর্কও অত্যন্ত শক্তিশালী। সেই সম্পর্ক কিছুতেই নষ্ট করতে চায় না মোদী সরকার(Modi Govt.)। আবার অন্যদিকে, অস্ত্র আমদানি ও বাণিজ্যের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও ভারতের সম্পর্ক ভাল। এহেন পরিস্থিতিতে ভারতকে খুব বুঝেশুনে পদক্ষেপ নিতে হচ্ছে।

আরও পড়ুন- Russia-Ukrain crisis: রাশিয়া ইউক্রেন সংকটের মাঝে বেড়েই চলেছে অপরিশোধিত তেল এবং সোনার দাম

এদিকে, ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের(Indians) ফেরাতে সোমবার কিয়েভের উদ্দেশে রওনা দিয়েছে এয়ার ইন্ডিয়ার বি-৭৮৭ বিমান। এএনআই(ANI) সূত্রে খবর, ইউক্রেন থেকে যাত্রীদের নিয়ে আজ, মঙ্গলবার রাতেই দিল্লি(Delhi) ফিরবে বিমানটি। সোমবারই রুশপন্থী বিদ্রোহীদের দখলে থাকা ডোনেৎস্ক ও লুহানস্ককে ‘স্বাধীন’ রাষ্ট্রের মর্যাদা দিয়েছে রাশিয়া(Russia)। ফলে ক্রিমিয়ার পর আবারও বিভক্ত হয়েছে ইউক্রেন(Ukraine)। এহেন চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক।

UNSCUNSC MembersUkraine-Russia CrisisIndia

Recommended For You

editorji | বিদেশ

Bangladesh : কলকাতা কি দখল সম্ভব? সামরিক শক্তিতে কতটা এগিয়ে বাংলাদেশ

editorji | বিদেশ

Syria Crisis: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় দায়িত্ব নিল অন্তর্বর্তীকালীন সরকার, ৭৫ ভারতীয়কে দেশে ফেরাল ভারত

editorji | বিদেশ

Bangladesh News : ভারতের চাপে নতিস্বীকার, সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় ঢাকায় গ্রেফতার ৭০

editorji | বিদেশ

Bangladesh News : চলবে না হাসিনাকে সমর্থন, দিল্লিকে শর্ত দিয়ে বন্ধুত্ব বাংলাদেশের

editorji | বিদেশ

Bangladesh Crisis : বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়, ঢাকার বৈঠকে দাবি ভারতের, BNP নেতাকে জবাব মমতার