ভারতীয় বংশোদ্ভূত লেখক সলমন রুশদিকে আক্রমণ করা হল নিউ ইয়র্কে। মঞ্চে ভাষণ দেওয়ার সময়েই ছুরিকাহত হন এই বিশ্বখ্যাত লেখক৷ নিউ ইয়র্কের পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই বুকারজয়ী লেখকের আক্রমণকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ হেফাজতে রয়েছেন ধৃত। ভারতীয় বংশোদ্ভূত কিন্তু ব্রিটেনের নাগরিক লেখক সলমন রুশদি গত ২০ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। একটি প্রতিষ্ঠানে পঁচাত্তর বছর বয়সি রুশদির উপর এই হামলা চালানো হয়। ঘটনার পর সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহ খালি করে দেওয়া হয়েছে। নিউ ইয়র্কের পুলিস সূত্রে খবর, গ্রেফতার করা হয়েছে হামলাকারীকে। দ্য স্যাটানিক ভার্সেস-এর লেখককে নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব।
তাঁর বই 'স্যাটানিক ভার্সেস' -এর জন্য ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি তাঁর নামে মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা রুহোল্লা খোমেইনি। অপরাধ- ‘ধর্মদ্রোহ’। খোমেইনি মারা গিয়েছেন, কিন্তু ‘ফতোয়া’ জারি থেকেছে বছরের পর বছর। সলমন রুশদির মাথার দাম রাখা হয়েছে প্রায় ৩০ লক্ষ ডলার।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, শতকা ইনস্টিটিউশনের ওই অনুষ্ঠানটিতে সলমন রুশদিকে ছুরি দিয়ে কোপ মারার চেষ্টা করা হচ্ছে।
বিবিসিকে উদ্ধৃত করা ঘটনার সাক্ষীরা জানাচ্ছেন, রুশদির ওপর আক্রমণের সময় তাঁরা ওখানে ছিলেন। ঘটনাটি চাক্ষুস করেছেন।