আগের থেকে অনেকটাই ভাল আছেন সলমন রুশদি। ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে তাঁকে। কথাও বলতে পারছেন তিনি। এমনটাই জানিয়েছেন তাঁর এজেন্ট। এখনও গুরুতর অবস্থায় হাসপাতালেই ভর্তি আছেন রুশদি।
রুশদির এজেন্ট অ্যান্ড্রিউ উইলি শনিবার টুইট করেছেন। তিনি জানিয়েছেন, রুশদিকে ভেন্টিলেটর থেকে বার করা হয়েছে। কথা বলতে পারছেন তিনি। হামলার পর দ্য স্যাটানিক ভার্সেস-এর লেখকের একটি চোখ হারাতে বলে আগে জানান তাঁর এজেন্ট। হাতের স্নায়ু, যকৃত মারাত্মকভাবে ক্ষতিগ্রহস্ত হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা কেমন, তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: নিজের বিমান সংস্থার মতোই উত্থান, পাঁচ হাজার টাকা বিনিয়োগে ধনকুবের রাকেশ
শুক্রবার, নিউ ইয়র্কের সাহিত্য উৎসবে প্রকাশ্য মঞ্চে হামলা করা হয় সলমন রুশদিকে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায়, মঞ্চে ওঠার আগে লেখকের ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন হামলাকারী হাদি মাতার। তাঁকে শুক্রবার আদালতে পেশ করা হয়। তাঁর জামিনের আবেদন নাকচ করেছে আদালত। সলমন রুশদির ওপর হামলার ঘটনায় মুখ খুলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। লেখকের সাহসের প্রশংসাও করেন তিনি।