ভাল নেই সলমন রুশদি। শুক্রবার নিউ ইয়র্কের অনুষ্ঠান মঞ্চে তাঁকে ছুরি দিয়ে কোপানো হয়। সঙ্গে সঙ্গেই তাঁকে এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই অস্ত্রোপচার করতে হয়। বর্তমানে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে বলেই জানা গিয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, সুস্থ হলেও একটি চোখ হারাতে পারেন বিখ্যাত এই লেখক।
জানা গিয়েছে, ঘাড়ে ও পেটে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে রুশদির। হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর অস্ত্রোপচার করতে হয়। কয়েক ঘণ্টা বাদে তাঁর অস্ত্রোপচার শেষ হয়। কথা বলার ক্ষমতাও হারিয়েছেন। যদি তিনি সুস্থ হয়ে ওঠেন, তবুও একটি চোখ হারাতে পারেন বিখ্যাত লেখক। তাঁর বইয়ের এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি বলেন, “খবর খুব একটা ভাল নয়। সলমন হয়তো একটি চোখ খোয়াতে পারেন। তাঁর হাতের স্নায়ুও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যকৃতেও ছুরির আঘাত লাগায়, তা ক্ষতিগ্রস্ত হয়েছে।”
হল ভরা দর্শকদের সামনেই আক্রান্ত হন সলমন রুশদি। মাত্র ২০ সেকেন্ডের মধ্যেই তাঁকে ১০-১৫ বার কোপানো হয়। ঘটনার ভয়াবহতায় বিস্মিত দর্শক থেকে পুলিশ প্রত্যেককেই। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে দৃশ্যতই সন্ত্রস্ত প্রত্যক্ষদর্শীরা। তাঁদের দাবি, মঞ্চে কারও সঙ্গে পরিচয় করানো হচ্ছিল লেখককে। সেই সময় আচমকা তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন এক ব্যক্তি। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় লেখককে। ওই সময় যাঁরা মঞ্চে ছিলেন, তাঁরা সঙ্গে সঙ্গেই হামলাকারীকে ধরে ফেলেন।