সারাবিশ্বের কাছে বাঙালি কলার তোলে যেই নামের জোরে, তিনি সত্যজিৎ রায় (Satyajit ray)। তাঁর জন্ম কলকাতার গড়পাড় রোডে। বেড়ে ওঠা বিশপ লেফ্রয় রোডের বাড়িতে। বিশ্ববরেণ্য এই পরিচালকের দেশের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জের মসূয়া গ্রামে। যদিও সেই বাড়িতে কখনও যাননি তিনি। বাড়ির সামনে বোর্ডে লেখা ‘অস্কার বিজয়ী সত্যজিৎ রায়ের পৈত্রিক বাড়ি’... অথচ সেই বাড়ির অবস্থায় এখন জরাজীর্ণ।
Patna Opposition Meet: পটনায় বিরোধী নেতাদের ফটোসেশন চলছে, কটাক্ষ অমিত শাহের,
তবে সত্যজিৎ এই বাড়িতে একটিবার পা না রাখলেও , এই ভিটেয় থাকতেন সত্যজিৎ রায়ের প্রপিতামহ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং তাঁর দাদা সারদারঞ্জন রায়। তবে এই বাড়ি এখন কার্যত ‘ভুতের বাড়ি’, কোথাও খসে পড়ছে পলেস্তারা, ছাদহীন বাড়িটা দাঁড়িয়ে আছে কেবল কটা পিলারের উপর। চলছে সংস্কার।