সৌদি আরবে হজযাত্রায় বিদেশি পুন্যার্থীদের মৃত্যু বেড়ে হল ১৩০০। সৌদি আরব সরকারি বিবৃতি দিয়ে জানিয়েছে, অত্যধিক গরমেই এত মৃত্যু। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানা যায়, গরমের মধ্যে হাঁটতে হাঁটতে অনেকে অসুস্থ হয়ে পড়েন। কারও কারও রাস্তায় মৃত্যু হয়। আবার হাসপাতালেও মৃত্যু হয় অনেক পুন্যার্থীর।
রবিবার সরকারি বিবৃতিতে জানানো হয়, হজযাত্রায় ১৩০১ বিদেশির মৃত্যু হয়েছে। প্রচন্ড গরমে হেঁটে তাঁরা মক্কায় যান। সৌদি সরকারের পরিসংখ্যান বলছে, ১৩০১ জনের মধ্যে ৬৬০ জন মিশরের বাসিন্দা। অধিকাংশ পুন্যার্থী অনুমোদিত নন। অনুমোদন না থাকায় অনেককেই পায়ে হেঁটে মক্কায় পৌঁছতে হয়েছে। হজযাত্রায় গিয়ে মৃত্যু হয়ে ৯৮ জন ভারতীয় পুন্যার্থীরও।