৯০ বছরে পঞ্চমবার বিয়ে । ভাবতে পারছেন ? এমনটাই ঘটেছে সৌদি আরবে (Saudi Arab)। সেখানকার সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, নাদির বিন দহেম নামে এক বৃদ্ধ (Oldest Groom)সম্প্রতি পঞ্চমবার বিয়ে করেছেন । বর্তমানে পঞ্চম স্ত্রীর সঙ্গে হানিমুনে দারুণ সময় কাটাচ্ছেন তিনি । তাঁর কথায়, আবারও বিয়ে করবেন তিনি । কারণ, এটাই তাঁর সুস্থতার কারণ । সেইসঙ্গে নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের বিয়ে নিয়ে উপদেশও দিয়েছেন ।
সোশ্যাল মিডিয়াতে ৯০ বছরের ওই ব্যক্তির একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে । যেখানে, দেখা গেল, বিয়ের জন্য দাদু-কে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর নাতি । দহেমের দাবি, তিনি আবার বিয়ে করতে চান। এতে বিবাহিত জীবন শক্তিশালী হয়, ভাল হয় । যা আল্লার সামনে বিশ্বাস এবং গর্ব করার বিষয় । বিয়ে করলে জীবনে শান্তি আসে । বিয়ে করাই তাঁর সুস্থ সবল শরীরের রহস্য । নতুন প্রজন্মের প্রতি তাঁর বার্তা, 'যে সমস্ত যুবকেরা বিয়ে করতে ভয় পান বা দ্বিধা বোধ করেন, আমি সেই সমস্ত যুবকদের বিয়ে করার পরামর্শ দেব, যাতে তাঁরা ধর্ম বাঁচাতে পারেন এবং সম্পূর্ণ জীবনের জন্য নিজেকে তৈরি করতে পারেন।'
নাদির আরও বলেন, "আমি হানিমুনে খুশি, কারণ বিয়ে শারীরিক আরাম এবং উপভোগ, এবং বার্ধক্য বিয়ের জন্য বাধা হয়ে দাঁড়ায় না। আমার ৪ সন্তান । আরেক ছেলে মারা গিয়েছে । আমার সন্তানদেরও এখন সন্তান রয়েছে এবং আমি এখনও সন্তান নিতে চাই। "